ঈসা মসীহ এক ম্ত্র নাজাত দাতা। তিনিই একমাত্র পথ, সত্য ও জীবন। ঈঞ্জীল আল্লাহ্’র পাক কালাম। ঈঞ্জীল শব্দের অর্থ সু:সংবাদ! মাবুদ স্বয়ং নিজেই ঈসামসীহ নামধারণ করে জগতে নেমে আসলেন, আমাদের যে পবিত্র জীবন যাপন করা উচিত ছিলো, তিনিই সেই জীবন যাপন করলেন, যে মৃত্যু আমাদের প্রাপ্য ছিলো, আমাদের জায়গায় তিনিই সেই মৃত্যুবরণ করলেন, তৃতীয় দিবসে তিনি পুনরায় জীবিত হয়ে উঠে প্রমান করলেন যে তিনি সৃষ্টিকর্তার সন্তান! আমাদের নাজাত উপহার দিলেন! যে কেউ গুনাহ স্বীকার করে অনুতপ্ত হয়ে তাঁর উপর । কেয়ামতের পূর্বে তিনি আবার এই জগতে ফিরে আসবেন। ঈমান আনে, তার গুনাহ সকল ক্ষম্ করা হয়।