WhatsApp Image 2023-05-28 at 11.48.13 PM
“আপনি ও আপনার পরিবার হযরত ঈসার উপর ঈমান আনুন, তাহলে নাজাত পাবেন।”
“আপনি ও আপনার পরিবার হযরত ঈসার উপর ঈমান আনুন, তাহলে নাজাত পাবেন।”
পবিত্র ইঞ্জিলশরীফ। প্রেরিত ১৬:৩১
পবিত্র ইঞ্জিলশরীফ। প্রেরিত ১৬:৩১
“আপনি ও আপনার পরিবার হযরত ঈসার উপর ঈমান আনুন, তাহলে নাজাত পাবেন।”
পবিত্র ইঞ্জিলশরীফ। প্রেরিত ১৬:৩১
WhatsApp Image 2023-05-28 at 11.48.13 PM
আমি পথ, সত্য আর জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না।
আমি পথ, সত্য আর জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না।
পবিত্র ঈঞ্জিলশরীফ। ইউহোন্না ১৪৬
পবিত্র ঈঞ্জিলশরীফ। ইউহোন্না ১৪৬
আমি পথ, সত্য আর জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না।
পবিত্র ঈঞ্জিলশরীফ। ইউহোন্না ১৪৬
WhatsApp Image 2023-05-28 at 11.48.13 PM
দেখ, আমি দরজার কাছে দাঁড়িয়ে আঘাত করছি। কেউ যদি আমার গলার আওয়াজ শুনে দরজা খুলে দেয় তবে আমি ভিতরে তার কাছে যাব এবং তার সংগে খাওয়া-দাওয়া করব, আর সে-ও আমার সংগে খাওয়া-দাওয়া করবে।
দেখ, আমি দরজার কাছে দাঁড়িয়ে আঘাত করছি। কেউ যদি আমার গলার আওয়াজ শুনে দরজা খুলে দেয় তবে আমি ভিতরে তার কাছে যাব এবং তার সংগে খাওয়া-দাওয়া করব, আর সে-ও আমার সংগে খাওয়া-দাওয়া করবে।
পবিত্র ইঞ্জিলশরীফ। প্রকাশিত কালাম ৩:২০
পবিত্র ইঞ্জিলশরীফ। প্রকাশিত কালাম ৩:২০
দেখ, আমি দরজার কাছে দাঁড়িয়ে আঘাত করছি। কেউ যদি আমার গলার আওয়াজ শুনে দরজা খুলে দেয় তবে আমি ভিতরে তার কাছে যাব এবং তার সংগে খাওয়া-দাওয়া করব, আর সে-ও আমার সংগে খাওয়া-দাওয়া করবে।
পবিত্র ইঞ্জিলশরীফ। প্রকাশিত কালাম ৩:২০
PlayPause
previous arrow
next arrow

ঈসা মসীহের ঘর 

ঈসা মসীহের মধ্যে দিয়ে নিখুঁতভাবে আল্লাহ মাবুদ কে জানা

 
" সমগ্র জাতির নাজাতের লক্ষ্যে মসীহের সুসংবাদ প্রচারের উদ্দ্যোগ ...."

যেখানে মসীহের নাম কখনও বলা হয় নি সেখানে সুসংবাদ তবলিগ করাই আমার জীবনের লক্ষ্য, যেন অন্যের গাঁথা ভিত্তির উপরে আমাকে গড়ে তুলতে না হয়।

আপনি যদি আজকে ঈসা মসীহকে আপনার জীবন দিতে চান, তবে এভাবে মোনাজাত করুন।


হে বেহেস্তি মাবুদ, আমি একজন পাপী আর তাই আমি আজকে আমার পাপ স্বীকার করছি তোমার কাছে, কারণ তুমি আমার জন্য তোমার পবিত্র দেহ আর, পবিত্র রক্ত ক্রশে ঝরিয়েছো । আর তাই আমি আজকে পাপ মুক্ত।আমাকে তুমি গ্রহণ করো তোমার সন্তান হিসাবে। আমার জীবন আমি তোমাকে দিলাম,আজ থেকে আমার সমস্ত কিছুর মালিক তুমি, আমার অতীত, বর্তমান, ভবিষৎ সব কিছু তোমার। আমি বিশ্বাস করি তুমি ক্রশবিদ্ধ হয়ে মৃত্যুবরন করে তিনদিনের দিন জীবিত হয়ে ৪০ দিন এই পৃথিবীতে অবস্থান করে এই পৃথিবী থেকে জীবিত উত্থিত হয়ে এখন বেহেস্তে বসে আছো এবং তুমি আবার আসবে। আমি বিশ্বাস করি, তুমি আমার নাজাত দাতা প্রভু। আমাকে তুমি নতুন জন্ম দান করো রূহে এবং আত্মায়। আমার এই মোনাজাত ঈসা মসীহ তোমার পবিত্র নামে চাই তুমি দয়াকরে কবূল ও গ্রাহ্য করো
আমীন।

আপনার কথা আমাদের জানান

মোনাজাত

মোনাজাত আমাদের জীবনের ভিত্তি এবং সকলের অংশগ্রহনের একটি মাধ্যম। আপনার মোনাজাতের বিষয় জানান ও আমাদের প্রার্থনা যোদ্ধা দলের সঙ্গে যুক্ত থাকুন।

দান ও উপহার

আশাহীনদের আশা প্রদানে আপনাদের উপহারের জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ

সেচ্ছাসেবক

আপনার কি সুসসংবাদ প্রচারের দক্ষতা, মন বা সময় আছে? তবে আপনি আমাদের সঙ্গে সেচ্ছাসেবক হিসাবে যোগ দিতে পারেন